Connect with us

Bangladesh

Bangladesh now appears as a ‘development miracle’: PM

Published

on

Reading Time: 3 minutes

Prime Minister Sheikh Hasina today placed a proposal in the Jatiya Sangsad (JS) to hold a special discussion on the occasion of the Golden Jubilee of the country’s independence, pledging to take Bangladesh to a dignified position by building it as a developed and prosperous country.

“In this historic moment of observing the golden jubilee of the country’s independence, our commitment will be to take Bangladesh to a dignified position on the world stage by transforming it into a “Sonar Bangla” free from poverty and hunger, repression and discrimination, and a developed and prosperous country, overcoming all the challenges, as envisioned by Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman,” she said.   

The Leader of the House moved the proposal under Section 147 of the Rules of Procedures in the 15th session of the 11th parliament.

At the beginning of the day’s sitting, President Abdul Hamid gave a commemorative speech marking the golden jubilee of the country’s independence.  

Advertisement

Speaker Dr Shirin Sharmin Chaudhury chaired the sitting.

In the proposal, the Prime Minister said, “The parliament opines that the golden jubilee celebration of the country’s independence in 2021is a glorious chapter in the national life of the Bangalees. Bangladesh is marching forward at irresistible speed. Bangladesh now appears as a “development miracle” in the whole world arena.”

She told the parliament that that the country’s independence was achieved following the path of the Language Movement from 1948 to 1952, six-point of 1966, mass uprising of 69 under the leadership of the all time best Bangalee and Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, his historic March 7 speech, March 25 genocide, declaration of the independence by Bangabandhu in the early hours of March 26, formation of the Mujibnagar government on April 17 and the sacrifice of 3 million of martyrs and 200,000 mothers and sisters.

The Prime Minister said that the final victory was achieved on December 16, 1971 with the surrender of the Pakistani army. 

The Father of the Nation formulated the country’s constitution after returning to the country on January 10 in 1972 and he delivered a speech in Bangla in the United Nations on September 25 in 1974.   

Advertisement

The Prime Minister also said that during adoption and implementation of various plans to rebuild the war-ravaged country, darkness descended on the national life on August 15, 1975 as the country’s president and Father of the Nation along with most of his family members were assassinated.  

She added that the four national leaders were assassinated inside the prison, power was seized illegally and the constitution was shattered through military decree while democracy and the rule of law were ruined.

Returning home from exile on May 17 in 1981 as elected the President of the Awami League, she said, “I engaged myself in the struggle of restoring democracy and the rule of law alongside ensuring the people’s rights for vote and food.”  

After assuming office in 1996, Sheikh Hasina said that they had tried the assassins of Bangabandhu while the trial of the war criminals was initiated.

Bangladesh has attained the recognition of a developing country coming out of the least developed country (LDC) status through implementation of the “Vision 2021”, she added.

Advertisement

The Prime Minister in her proposal said that “Digital Bangladesh” announced in 2008 is now a reality.

“Success has been achieved in every field of human resource development such as reduction of poverty, attainment of food self-sufficiency, 100 percent electrification across the country, construction of houses for nine lakh homeless people, social security activities, women’s education and empowerment, skill in disaster management, student stipends and prevention of maternal and child mortality,” she continued. 
 
Every economic index such as economic growth, remittance and reserve has witnessed robust growth while Bangladesh has ranked 41st in the world economy, she said. 

The Prime Minister in her proposal said that the Delta Plan 2100 has been formulated to deal with the adverse effects of climate change.

She said the incentive package announced to overcome the crisis arising out of the Coronavirus pandemic has kept the country’s economy moving.

The construction of metro rail, Bangabandhu Sheikh Mujib Karnaphuli tunnel and the Padma Bridge by own finance have proved Bangladesh’s capability in the world, she opined.  

Advertisement

“Demarcation of maritime boundaries with India and Myanmar and launching of Bangabandhu satellite in space have added a unique milestone to the triumph of Bangladesh’s success,” she said.

Mentioning that the center point of parliamentary democracy is the Jatiya Sangsad, Sheikh Hasina said that the parliament has been playing an effective role in fulfilling aspirations of the people by ensuring transparency and accountability of the government.

Continue Reading
Advertisement

Bangladesh

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

Published

on

Reading Time: < 1 minute

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

আজু মঙ্গলবার (৭ জানুয়ারি) ২০২৫ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

তিনি আরও বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

Advertisement

Continue Reading

Bangladesh

এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি

Published

on

Reading Time: 2 minutes

অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি নেতারা মনে করেন; অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনও নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

গত ৬ জানুয়ারি ঢাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। তবে ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে।

এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে আরো বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের এ ধরনের অভিপ্রায় থাকতে পারে। তাদের অভিমত, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর বিগত ১৬ বছরের লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে নতুন কর্মসূচি হাতে নেবে দলটি।

Advertisement

ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকান নির্বাচন প্রাধান্য পাচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার গঠিত এ সংক্রান্ত সংস্কার কমিশনের যে বক্তব্য গণমাধ্যমে এসেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনো নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছি। অন্য কোনো নির্বাচনের ভাবনা এখন আমাদের মধ্যে নেই।

বৈঠকে নেতাদের কেউ কেউ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সরকারি সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই দলকে সংগঠিত করা এবং সারাদেশে এর কার্যক্রম বিস্তৃত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। সেজন্য তারা  দ্রুত নির্বাচন চায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ নিয়েও আলোচনা হয়েছে। তারা মনে করেন, এই ঘোষণাপত্রে তাদের বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। কারণ হঠাৎ করে শেখ হাসিনা সরকারের পতন হয়নি। গত ১৬ বছর সরকার পতনের ক্ষেত্র তৈরি হয়েছিল। এসময় বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন, বিচার-বহির্ভূত হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। সুতরাং এই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়।

দলীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসলে বিএনপি এ বিষয়ে তাদের অবস্থান জানাবে। এছাড়া বিএনপি তাদের ১৬ বছরের আন্দোলন ও ত্যাগের বিষয়ে জনগণকে স্মরণ করিয়ে দিতে কর্মশালা ও সমাবেশ করবে।

Advertisement

Continue Reading

Bangladesh

Khaleda Zia admitted to London Clinic

Published

on

Reading Time: < 1 minute

BNP Chairperson Khaleda Zia was admitted to the London Clinic, a health facility, today under the supervision of Patrick Kennedy, a consultant gastroenterologist and hepatologist.

This was confirmed by Shairul Kabir Khan, a member of BNP’s media cell, citing Zahid Hossain, Khaleda’s personal physician and a member of the party’s Standing Committee.

P Kennedy, a globally recognised expert in liver diseases, is renowned for his groundbreaking work on viral liver conditions. He specialises in treating complex liver-related ailments, earning him international acclaim.

Advertisement
Continue Reading

Trending

Copyright © 2021 Daily Frontline. Bangladesh Independent Daily. e-mail:dailyfrontlinebd@gmail.com