Connect with us

Bangladesh

ROP emerges as a growing public health concern for Bangladesh

Published

on

Reading Time: 3 minutes

Ophthalmologists have identified Retinopathy of Prematurity (ROP), a leading cause of blindness among children in the developed world, as a growing public health concern for Bangladesh.

Speaking at a national workshop on ROP in the capital on Saturday (20 Nov), they said approximately 3.8 million babies are born in Bangladesh each year of whom 438,000 are born preterm. 

According to them, a large portion of the preterm babies face the risk of blindness due to ROP.

Directorate General of Health Services’ (DGHS) Director General Prof Dr Abul Bashar Mohammed Khurshid Alam was present at the workshop as the chief guest while Directorate General of Medical Education’s (DGME) Director General Prof AHM Enayet Hussain, also the Chair of IAPB Bangladesh Chapter, presented the keynote paper.

Advertisement

DGHS Director Dr Md Shamsul Haque presided over the session while UNICEF Bangladesh Chief Health Dr Sanjana Bhardwaj, Orbis International Bangladesh Country Director Dr Munir Ahmed, and IRD Global Bangladesh Country Director Dr Tapash Roy joined it as the special guests. Prof Md Saifullah from National Eye Care/NIOH and Prof Nazmun Nahar from Ispahani Islamia Eye Institute and Hospital also joined the workshop.

The NNHP & IMCI Program of DGHS, with support from DGME, IRD Global, Orbis International and UNICEF, organised the workshop to foster multi-sectoral response and create an enabling coordination platform for the prevention of avoidable childhood blindness due to ROP in Bangladesh.

The DGHS director general, in his speech said “ROP is one of the severe problems among premature babies. We’ll try to include ROP in the revised version of Maternal, Neonatal and Child Health Plan operation and in the National Eye Care plan in the near future.” 

“I believe that the guideline that will be formulated today will prove to be a milestone,” he added. 

He advised formulation of the guideline considering the fact that some things might be included and some excluded from it.

Advertisement

He thanked the obstetrics and gynaecology society for being directly involved in the government’s achievement in the health sector. 

The keynote presenter while reflecting on IAPB and WHO’s journey of 20 years said, “It was a race against time. We started working on childhood blindness in an organized manner in 2000 by launching Paediatric Ophthalmology Department at the National Institute of Ophthalmology. We started working with two programmes- crash programme and system strengthening.”

He further mentioned, “In 2003 we started a programme where we identified children with childhood blindness at the field level and conducted eye surgery on 25,000 children till 2010. So far we have established 22 paediatric ophthalmology centres across the country. Although we could not reach the 0.5 benchmark set by WHO, childhood blindness in the country came down to 0.6 in 2017 from 0.8 in 2003.” 

He emphasized on strengthening the primary health care services, preventing preterm delivery and ensuring labour room protocol to prevent ROP.    

Dr Munir Ahmed in his speech as the special guest said, “ROP is a life threatening condition that can be prevented if timely screened and treated. We need to ensure eye screening of children within 20/30 days after their birth. We need to work together in an organized manner to prevent ROP. This workshop aims at validating the collaborative efforts of ROP guidelines.” 

Advertisement

According to papers presented at the workshop, in 2020 an estimated 1.1 billion people had vision impairment globally, of whom 43.3 million are blind. 

Referring to global estimates, speakers said one out of every five children has some sort of vision problems globally and that ROP is responsible for some of the problems that occur during childhood and can lead to blindness if untreated. 

According to the speakers, visual loss not only affects individuals and their families but also the community and country at large, resulting in a greater loss of productivity and taking its toll on the economy.

Advertisement

The most influential and award-winning tech journalist based in Dhaka, Bangladesh. President of Bangladesh Tech Journalists umbrella association name Bangladesh ICT Journalist Forum(BIJF).He works for The Daily Ittefaq and is responsible for covering news, editing posts, reviewing devices, producing video reviews, and communicating with the reader base. Journalist, editor, technology, personal technology, reviews, features, analysis, media.

Continue Reading
Advertisement

Bangladesh

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

Published

on

Reading Time: < 1 minute

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

আজু মঙ্গলবার (৭ জানুয়ারি) ২০২৫ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

তিনি আরও বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

Advertisement

Continue Reading

Bangladesh

এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি

Published

on

Reading Time: 2 minutes

অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি নেতারা মনে করেন; অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনও নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

গত ৬ জানুয়ারি ঢাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। তবে ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে।

এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে আরো বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের এ ধরনের অভিপ্রায় থাকতে পারে। তাদের অভিমত, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর বিগত ১৬ বছরের লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে নতুন কর্মসূচি হাতে নেবে দলটি।

Advertisement

ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকান নির্বাচন প্রাধান্য পাচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার গঠিত এ সংক্রান্ত সংস্কার কমিশনের যে বক্তব্য গণমাধ্যমে এসেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনো নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছি। অন্য কোনো নির্বাচনের ভাবনা এখন আমাদের মধ্যে নেই।

বৈঠকে নেতাদের কেউ কেউ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সরকারি সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই দলকে সংগঠিত করা এবং সারাদেশে এর কার্যক্রম বিস্তৃত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। সেজন্য তারা  দ্রুত নির্বাচন চায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ নিয়েও আলোচনা হয়েছে। তারা মনে করেন, এই ঘোষণাপত্রে তাদের বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। কারণ হঠাৎ করে শেখ হাসিনা সরকারের পতন হয়নি। গত ১৬ বছর সরকার পতনের ক্ষেত্র তৈরি হয়েছিল। এসময় বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন, বিচার-বহির্ভূত হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। সুতরাং এই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়।

দলীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসলে বিএনপি এ বিষয়ে তাদের অবস্থান জানাবে। এছাড়া বিএনপি তাদের ১৬ বছরের আন্দোলন ও ত্যাগের বিষয়ে জনগণকে স্মরণ করিয়ে দিতে কর্মশালা ও সমাবেশ করবে।

Advertisement

Continue Reading

Bangladesh

Khaleda Zia admitted to London Clinic

Published

on

Reading Time: < 1 minute

BNP Chairperson Khaleda Zia was admitted to the London Clinic, a health facility, today under the supervision of Patrick Kennedy, a consultant gastroenterologist and hepatologist.

This was confirmed by Shairul Kabir Khan, a member of BNP’s media cell, citing Zahid Hossain, Khaleda’s personal physician and a member of the party’s Standing Committee.

P Kennedy, a globally recognised expert in liver diseases, is renowned for his groundbreaking work on viral liver conditions. He specialises in treating complex liver-related ailments, earning him international acclaim.

Advertisement
Continue Reading

Trending

Copyright © 2021 Daily Frontline. Bangladesh Independent Daily. e-mail:dailyfrontlinebd@gmail.com