Connect with us

Bangladesh

PM asks govt officials to ensure services for people

Published

on

Reading Time: 3 minutes

Prime Minister Sheikh Hasina today asked the government officials to ensure services for the people, saying Bangladesh became independent to change their fate.

“You (officials) should always keep in mind that people are never deprived of getting services because the independence of the country has been attained for changing their destiny,” she said.

The premier said this while addressing the certificate distribution and closing ceremony of 121, 122 and 123 law and administration courses at BCS Administration Academy in the city’s Shahbag area.

She joined the function virtually from her official residence Ganabhaban here.

Advertisement

Sheikh Hasina directed the young officials of administration to always think about the people and know the area and livelihood of the people of the locality where they are posted for discharging duties.

“You (administration officials) have the highest opportunity to do the welfare of the people,” she said.

She also said the young officials of administration would get the opportunity to work in a realistic manner whenever they are posted in higher positions in future through the work experience in the field level.

The prime minister said that, “You will be the key to implementing Vision-2041 adopted by the government to turn Bangladesh into a developed country.”

With State Minister for Public Administration Farhad Hossain in the chair, BCS Administration Academy Rector Mominur Rashid Amin delivered the welcome address.

Advertisement

Chairman of the Parliamentary Standing Committee on the Ministry of Public Administration H N Ashequr Rahman and Senior Secretary of Public Administration Ministry KM Ali Azam also spoke.

An audio-visual documentary on BCS Administration Academy was screened.

On behalf of the prime minister, Farhad Hossain handed over the rector award, crests and certificates among the top positions recipients.

A total of 99 participants took part in the 121, 122 and 123 courses.

Three rector award recipients – Md Navid Rezwanul Kabir, Md Rakibul Hasan and Rezwana Afrin from 121, 122 and 123 courses respectively expressed their feelings.

Advertisement

Besides, Mahua Afroze and Alauddin of 121, Sabrina Sharmin and Suma Khatun of 122 and Kazi Md Anik Islam and Mehedi Hasan of 123 course secured second and third positions respectively.

The prime minister said that the trained and skilled civil service is one of the most associate tools to implement the commitment of her government.

“What we make commitments, the administration implements it,” she said, adding that, “We want you to pull the country ahead with your knowledge, merit and innovative skills, and serve the people.”

Referring to the second revolution taken by Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, the prime minister said if he could implement the activities of the second revolution, Bangladesh would have been established as a developed country in ten years.

But, Bangabandhu was not given this scope as he with most of his family members were assassinated brutally in 1975, she said.

Advertisement

She added, “After the killing of Bangabandhu on August 15, people of the country remained deprived and exploited.”

Mentioning that Bangabandhu gave directive to the public servants to always serve people, she said, “As a government official, I think that you should work to build the country with the spirit of War of Liberation, non-communal and developed Bangladesh”.

She said she wants the country to move forward.

After 21 years, she said Awami League assumed power in 1996 and in the five years, they increased the salary and facilities of government officials as well as continued endeavours to ensure the overall development and welfare of the countrymen.

Sheikh Hasina said the Father of the Nation had started rehabilitation of landless and homeless people, but it was not implemented after his assassination.

Advertisement

Following his footsteps, she said now her government has taken initiative to make sure that no people in the country will remain homeless and address-less.

In this connection, she referred to the Ashrayan-2 project which has been implemented since Awami League assumed power in the second term, as in the first tenure in 1996 they implemented Ashrayan-1 project.

She also extended her gratitude to the field level administration for successfully implementing the Ashrayan project, saying that, “there can be nothing more happiest moments than seeing the smiling faces of homeless people”.

Now, Bangladesh has become a developing nation fulfilling all criteria, she said.

“As a developing nation, we have to move forward further and make it stronger,” she added.

Advertisement

As a daughter of the Father of Nation, Sheikh Hasina said her government has to fulfill the basic rights of people and make Bangladesh a hunger-poverty-exploitation free developed country as dreamt by Bangabandhu.

“You, who are working in field-level administration, are the key to implementing the dream of the Father of the Nation,” she said.

Referring to the Constitution’s section-7 that stated “people are the owner of the country”, she said the goal of her government’s all activities is to ensure overall development of the people.

The prime minister said after 1975, who grabbed the power, they only took it as an enjoyment.

But, Sheikh Hasina said, “I am not only the prime minister, also a daughter of Bangabandhu. My responsibility is to ensure the basic rights of each people of the country and make development from grassroots.”

Advertisement

About the Perspective Plan-2041, she said they have framed a structure, which may be updated in necessity of time.

The country will forward on the basis of the plan through implementing short, medium and long term activities, she added.

Continue Reading
Advertisement

Bangladesh

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

Published

on

Reading Time: < 1 minute

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

আজু মঙ্গলবার (৭ জানুয়ারি) ২০২৫ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

তিনি আরও বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

Advertisement

Continue Reading

Bangladesh

এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি

Published

on

Reading Time: 2 minutes

অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি নেতারা মনে করেন; অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনও নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

গত ৬ জানুয়ারি ঢাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। তবে ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে।

এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে আরো বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের এ ধরনের অভিপ্রায় থাকতে পারে। তাদের অভিমত, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর বিগত ১৬ বছরের লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে নতুন কর্মসূচি হাতে নেবে দলটি।

Advertisement

ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকান নির্বাচন প্রাধান্য পাচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার গঠিত এ সংক্রান্ত সংস্কার কমিশনের যে বক্তব্য গণমাধ্যমে এসেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনো নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছি। অন্য কোনো নির্বাচনের ভাবনা এখন আমাদের মধ্যে নেই।

বৈঠকে নেতাদের কেউ কেউ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সরকারি সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই দলকে সংগঠিত করা এবং সারাদেশে এর কার্যক্রম বিস্তৃত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। সেজন্য তারা  দ্রুত নির্বাচন চায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ নিয়েও আলোচনা হয়েছে। তারা মনে করেন, এই ঘোষণাপত্রে তাদের বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। কারণ হঠাৎ করে শেখ হাসিনা সরকারের পতন হয়নি। গত ১৬ বছর সরকার পতনের ক্ষেত্র তৈরি হয়েছিল। এসময় বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন, বিচার-বহির্ভূত হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। সুতরাং এই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়।

দলীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসলে বিএনপি এ বিষয়ে তাদের অবস্থান জানাবে। এছাড়া বিএনপি তাদের ১৬ বছরের আন্দোলন ও ত্যাগের বিষয়ে জনগণকে স্মরণ করিয়ে দিতে কর্মশালা ও সমাবেশ করবে।

Advertisement

Continue Reading

Bangladesh

Khaleda Zia admitted to London Clinic

Published

on

Reading Time: < 1 minute

BNP Chairperson Khaleda Zia was admitted to the London Clinic, a health facility, today under the supervision of Patrick Kennedy, a consultant gastroenterologist and hepatologist.

This was confirmed by Shairul Kabir Khan, a member of BNP’s media cell, citing Zahid Hossain, Khaleda’s personal physician and a member of the party’s Standing Committee.

P Kennedy, a globally recognised expert in liver diseases, is renowned for his groundbreaking work on viral liver conditions. He specialises in treating complex liver-related ailments, earning him international acclaim.

Advertisement
Continue Reading

Trending

Copyright © 2021 Daily Frontline. Bangladesh Independent Daily. e-mail:dailyfrontlinebd@gmail.com