Connect with us

Bangladesh

ECNEC approves TK 1092cr project to widen Cox’s Bazar Marine Drive Road

Published

on

Reading Time: 3 minutes

The government today approved a total of 10 projects with an overall estimated cost of Taka 2,216.75 crore, including one to widen the Cox’s Bazar-Teknaf Marine Drive Road with Taka 1,092.35 crore, aimed at flourishing tourism industry and improving socio-economic conditions there.
 
The approval came from a meeting of the Executive Committee of the National Economic Council (ECNEC) held today with its Chairperson and Prime Minister Sheikh Hasina in the chair.
 
The premier joined the meeting virtually from her official residence Ganobhaban while ministers, state ministers, planning commission members and secretaries concerned attended the meeting from the NEC Conference Room in the city’s Sher-e-Bangla Nagar area.
 
Briefing reporters after the meeting, Planning Minister MA Mannan informed that a total of 10 projects were approved today involving an overall estimated cost of Taka 2,216.75 crore.
 
“Of the total project cost, Taka 1,875.57 crore will come from the government of Bangladesh portion while the rest of Taka 341.18 crore as project assistance,” he said.
 
Out of the approved 10 projects, six are new while four others are revised projects.
 
State Minister for Planning Dr Shamsul Alam was present at the briefing.
 
Revealing some of the directives of the premier given in the meeting, the planning minister said the Prime Minister asked the authorities concerned to construct elevated roads, bridges or culverts instead of reconstructing the flood-affected roads at those points which were damaged or cut to drain out flood water in Sylhet region.
 
The Prime Minister also emphasized on construction of bridges and culverts instead of roads in Haor and flood-affected areas to avert flood water stagnation.
 
“Special projects will be undertaken for rehabilitation of the flood victims of the Sylhet region,” said Mannan.
 
Sheikh Hasina also directed the authorities concerned to find out the places where the construction of underpasses and overpasses is needed.
According to the Planning Commission, the Cox’s Bazar-Teknaf Marine Drive Road Widening (1.60th KM-32th KM) Project will be implemented with Taka 1092.35 crore from July 2022 to June 2025.
 
The main objectives of the road widening project are to establish a safe communication system, develop the tourism industry and improve the socio-economic conditions of the local people through widening some 30 kilometers of the marine drive road and upgradation of a two-lane 305-meter bridge over Reju Khal.
 
The major project operations include acquisition of some 113.25 acres of lands, 7.24 lakh cubic meter of earth-filing, installation of 608 CCTV cameras and straightening 0.32 km flexible pavement bend.
 
Referring to the approval of a project related to expansion of improved variety and technology of spices with Taka 119.50 crore, Mannan said that the domestic and global demand for spices is growing day by day while its market price is also higher than other crops.
 
He informed that currently the domestic market of spices in the country is Taka 30,000 crore while some seven types of spices are being produced in the country although 50 types of spices are being consumed.
 
“As a result, most of the domestic demand is being met by imports. So, there is a need to produce more spices to reduce import dependency. Considering all these aspects, this project has been undertaken,” added Mannan.
 
He informed that the Bangladesh Spices Research Center has so far invented some 47 varieties of some 22 spice crops. The project will be implemented at some 110 upazilas and in 25 horticulture centers.
 
At the very outset of the meeting, the ECNEC greeted the Prime Minister with a bouquet of flowers for inaugurating the much hyped Padma Multipurpose Bridge.
 
The other projects approved in the meeting are Sustainable Agriculture Extension in Jashore Region with Taka 171.33 crore; A Railway Overpass Construction at Railbazar located at 81th KM of Kushtia (Trimohoni)-Meherpur-Chuadanga-Jhenaidah Regional Highway Project with Taka 75.11 crore; Construction of PC Girder Bridges and RCC Box Culverts in places of Dilapidated, Narrow Bailey Bridges on the Pirojpur part of Chakhali-Tushkhali-Mathbaria-Patharghata Highway Project with Taka 332.91 crore; Extension of Physical Infrastructural Facilities of MES (Military Engineering Services) in Dhaka Cantonment Project with Taka 98.50 crore.
 
The other projects approved in the meeting are Construction of a Railway Overpass at Gatepar area in Jamalpur Town (1st revised) Project with an additional cost of Taka 132.67 crore; Chief Judicial Magistrate Court Bhaban Construction at 64 District Headquarters of Bangladesh-1st Phase (3rd revised) Project with the cost of Taka 204.26 crore less than the previous estimated cost of Taka 2,464.60 crore; Emergency Assistance in Water Supply and Sanitation in Ukhia and Teknaf upazilas of Cox’s Bazar district (1st revised) with an additional cost of Taka 306.68 crore and Cox’s Bazar-Teknaf Road (N-1) Development (2nd revised) Project with the extra cost of Taka 91.96 crore.

Continue Reading
Advertisement

Bangladesh

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

Published

on

Reading Time: < 1 minute

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

আজু মঙ্গলবার (৭ জানুয়ারি) ২০২৫ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

তিনি আরও বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

Advertisement

Continue Reading

Bangladesh

এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি

Published

on

Reading Time: 2 minutes

অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি নেতারা মনে করেন; অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনও নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

গত ৬ জানুয়ারি ঢাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। তবে ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে।

এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে আরো বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের এ ধরনের অভিপ্রায় থাকতে পারে। তাদের অভিমত, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর বিগত ১৬ বছরের লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে নতুন কর্মসূচি হাতে নেবে দলটি।

Advertisement

ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকান নির্বাচন প্রাধান্য পাচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার গঠিত এ সংক্রান্ত সংস্কার কমিশনের যে বক্তব্য গণমাধ্যমে এসেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনো নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছি। অন্য কোনো নির্বাচনের ভাবনা এখন আমাদের মধ্যে নেই।

বৈঠকে নেতাদের কেউ কেউ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সরকারি সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই দলকে সংগঠিত করা এবং সারাদেশে এর কার্যক্রম বিস্তৃত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। সেজন্য তারা  দ্রুত নির্বাচন চায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ নিয়েও আলোচনা হয়েছে। তারা মনে করেন, এই ঘোষণাপত্রে তাদের বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। কারণ হঠাৎ করে শেখ হাসিনা সরকারের পতন হয়নি। গত ১৬ বছর সরকার পতনের ক্ষেত্র তৈরি হয়েছিল। এসময় বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন, বিচার-বহির্ভূত হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। সুতরাং এই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়।

দলীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসলে বিএনপি এ বিষয়ে তাদের অবস্থান জানাবে। এছাড়া বিএনপি তাদের ১৬ বছরের আন্দোলন ও ত্যাগের বিষয়ে জনগণকে স্মরণ করিয়ে দিতে কর্মশালা ও সমাবেশ করবে।

Advertisement

Continue Reading

Bangladesh

Khaleda Zia admitted to London Clinic

Published

on

Reading Time: < 1 minute

BNP Chairperson Khaleda Zia was admitted to the London Clinic, a health facility, today under the supervision of Patrick Kennedy, a consultant gastroenterologist and hepatologist.

This was confirmed by Shairul Kabir Khan, a member of BNP’s media cell, citing Zahid Hossain, Khaleda’s personal physician and a member of the party’s Standing Committee.

P Kennedy, a globally recognised expert in liver diseases, is renowned for his groundbreaking work on viral liver conditions. He specialises in treating complex liver-related ailments, earning him international acclaim.

Advertisement
Continue Reading

Trending

Copyright © 2021 Daily Frontline. Bangladesh Independent Daily. e-mail:dailyfrontlinebd@gmail.com