Connect with us

Bangladesh

DIU Chairman Dr. Md. Sabur Khan led Bangladesh in the Global Entrepreneurship Congress-2022

Published

on

Reading Time: 2 minutes

A delegation represented Daffodil and Bangladesh in the grand 4 days event of Global Entrepreneurship Congress- GEC 2022 held at The Ritz Carlton, Riyadh, Saudi Arabia from 27th to 30th April with the representation of more than 200 countries. Dr. Md. Sabur Khan, Chairman, Daffodil International University (DIU) and Daffodil Family led the Bangladesh delegation. Among others Mrs. Shahana Khan, Managing Director of Daffodil Computers Limited; Firdausi Qadri, Senior Scientist and Head, Mucosal Immunology and Vaccinology Unit of ICDDRB and Nirjhor Rahman, CEO of Bangladesh Angels also joined that delegation.

It is to be mentioned that Dr. Md. Sabur Khan is the Managing Director of Global Entrepreneurship Network in Bangladesh and under his leadership, GEN Bangladesh has made itself one of the most active GEN countries in the world. Aligning the GEN mission to celebrate, support, understand and connect entrepreneurship, the Department of Innovation and Entrepreneurship of DIU relentlessly working on youth entrepreneurship development in Bangladesh. This year, GEN Bangladesh has got nominated in three separate categories for the prestigious GEN Compass Awards.

HRH Prince Abdulaziz Bin Salman Al Saud, Ministry of Energy, Saudi Arabia; HE Khalid Al-Falih, Ministry of Investment, Saudi Arabia; HE Abdullah Bin Amer Alswaha, Minister of Communications and Information Technology, Saudi Arabia; Steve Wozniak, Co-founder, Apple; Princess Lamia Bint Majed Al Saud, Secretary-General, Alwaleed Philanthropies, Saudi Arabia; Marc Randolph, Co-founder + Former CEO, Netflix; Philip Gaskin, Vice President of Entrepreneurship, Kauffman Foundation; Badr AlBadr, CEO, Misk Foundation; leaders of business, government, and civil society, development partners, along with many other dignitaries and successful entrepreneurs and guests from 200 countries were also present.

Since it launched in 2009, the Global Entrepreneurship Congress is an inter-disciplinary yearly gathering of startup champions from around the world where entrepreneurs, investors, researchers, thought leaders, and policymakers work together to identify new ways of helping founders start and scale new ventures around the world. This active participation opened up the scope to flourish Daffodil and Bangladesh with many country representatives to build a large scale international networking & contacts.

Advertisement

Caption: Dr. Md. Sabur Khan, Chairman, Daffodil International University (DIU) and Daffodil Family sitting in the chair (extreme left) along with the participants (Extreme Left) of Global Entrepreneurship Congress- GEC 2022 held at The Ritz Carlton, Riyadh, Saudi Arabia.

Continue Reading
Advertisement

Bangladesh

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

Published

on

Reading Time: < 1 minute

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

আজু মঙ্গলবার (৭ জানুয়ারি) ২০২৫ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

তিনি আরও বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

Advertisement

Continue Reading

Bangladesh

এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি

Published

on

Reading Time: 2 minutes

অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি নেতারা মনে করেন; অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনও নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

গত ৬ জানুয়ারি ঢাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। তবে ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে।

এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে আরো বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের এ ধরনের অভিপ্রায় থাকতে পারে। তাদের অভিমত, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর বিগত ১৬ বছরের লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে নতুন কর্মসূচি হাতে নেবে দলটি।

Advertisement

ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকান নির্বাচন প্রাধান্য পাচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার গঠিত এ সংক্রান্ত সংস্কার কমিশনের যে বক্তব্য গণমাধ্যমে এসেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনো নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছি। অন্য কোনো নির্বাচনের ভাবনা এখন আমাদের মধ্যে নেই।

বৈঠকে নেতাদের কেউ কেউ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সরকারি সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই দলকে সংগঠিত করা এবং সারাদেশে এর কার্যক্রম বিস্তৃত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। সেজন্য তারা  দ্রুত নির্বাচন চায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ নিয়েও আলোচনা হয়েছে। তারা মনে করেন, এই ঘোষণাপত্রে তাদের বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। কারণ হঠাৎ করে শেখ হাসিনা সরকারের পতন হয়নি। গত ১৬ বছর সরকার পতনের ক্ষেত্র তৈরি হয়েছিল। এসময় বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন, বিচার-বহির্ভূত হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। সুতরাং এই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়।

দলীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসলে বিএনপি এ বিষয়ে তাদের অবস্থান জানাবে। এছাড়া বিএনপি তাদের ১৬ বছরের আন্দোলন ও ত্যাগের বিষয়ে জনগণকে স্মরণ করিয়ে দিতে কর্মশালা ও সমাবেশ করবে।

Advertisement

Continue Reading

Bangladesh

Khaleda Zia admitted to London Clinic

Published

on

Reading Time: < 1 minute

BNP Chairperson Khaleda Zia was admitted to the London Clinic, a health facility, today under the supervision of Patrick Kennedy, a consultant gastroenterologist and hepatologist.

This was confirmed by Shairul Kabir Khan, a member of BNP’s media cell, citing Zahid Hossain, Khaleda’s personal physician and a member of the party’s Standing Committee.

P Kennedy, a globally recognised expert in liver diseases, is renowned for his groundbreaking work on viral liver conditions. He specialises in treating complex liver-related ailments, earning him international acclaim.

Advertisement
Continue Reading

Trending

Copyright © 2021 Daily Frontline. Bangladesh Independent Daily. e-mail:dailyfrontlinebd@gmail.com