Connect with us

Bangladesh

Bangladesh 5th in world in Covid-19 recovery index

Published

on

Reading Time: 2 minutes

Bangladesh has ranked 5th out of 121 countries in the Nikkei Covid-19 Recovery Index while the country secured top position among the South Asian countries.

Bangladesh achieved the highest rank among South Asian countries with a score of 80 points, followed by Nepal which ranked 6th with a score of 79, according to the latest rankings published on Thursday( May 5).

“Under the leadership of Prime Minister Sheikh Hasina, Bangladesh has been successful for controlling both infection and fatality rate of coronavirus,” Director General of Directorate General of Health Service (DGHS) Prof Dr Abul Bashar Mohammad Khurshid Alam told BSS this evening.

He said that Prime Minister Sheikh Hasina has been constantly monitoring the entire situation of COVID-19 since the pandemic began in the country.
 
“With efforts of all, Bangladesh has been lauded globally for prevention of the outbreak of COVID-19… we have achieved remarkable success for handling three waves of coronavirus,” Alam added. The health service chief dubbed success stories of COVID-19 in global stages as great achievement for Bangladesh.
 
With a score of 80 on the index, Bangladesh ranks only below Qatar, the UAE, Cambodia and Rwanda.

Advertisement

Of the other South Asian countries in the list, Nepal ranked 6th, Pakistan 23rd, Sri Lanka 31st, and India 70th in the world.

Covid-19 infections in Bangladesh have been on a downward trend since Mid-February this year. The country’s total fatalities remain unchanged at 29,127, with no new deaths reported for over a fortnight now.

Bangladesh was placed at 13th position in the Covid recovery index in March.

Taiwan’s ranking has plunged in the latest edition of Nikkei’s Covid-19 Recovery Index as the island transitions from a strict zero-virus strategy to living with the respiratory illness, even as infections surge.

The country tumbled out of the fourth spot to 94th in the latest ranking, tying with China, which fell 62 places from last month as it battles its worst outbreak since the virus was first detected in the city of Wuhan more than two years ago.

Advertisement

The index, updated at the end of each month, assesses countries and regions on infection management, vaccine rollouts and social mobility.

The higher the ranking, the closer it is to recovery, characterised by lower infection and death rates, better inoculation coverage, as well as fewer movement restrictions.

The index is maintained by Nikkei, Japan’s leading business publication group that includes the Nikkei, Nikkei Asia, and the Financial Times (of London).

Advertisement
Continue Reading
Advertisement

Bangladesh

WB to provide $250m loan to modernise five public sector functions

Published

on

Reading Time: 2 minutes

The World Bank (WB) would provide US$250 million funds to facilitate improving transparency, accountability, and efficiency of some key government agencies in Bangladesh.
FE

The WB board on Saturday approved the loan to support the ongoing reform initiatives of the interim government, aimed at modernising crucial public sector functions.

These are essential for improving data transparency, domestic revenue mobilisation, public investment management, public procurement, and financial oversight, according to a statement issued on Saturday.

Under the Strengthening Institutions for Transparency and Accountability (SITA) project, five key government agencies – the Bangladesh Bureau of Statistics (BBS), the National Board of Revenue (NBR), the Planning Division, the Bangladesh Public Procurement Authority (BPPA), and the Office of the Comptroller and Auditor General (CAG) – would reform their operational activities.

Advertisement

The project is expected to streamline operations and improve service delivery within the five agencies and enhance access to reliable public statistics, crucial for transparent and accountable decision-making and policy formulation.

It will help modernise tax administration and increase tax compliance, thereby improving much-needed revenue mobilisation and fiscal sustainability.

The WB loan will also help improve the efficiency and accountability of public spending, ensuring that resources are utilised effectively for the benefit of all citizens.

It will develop a second generation of electronic government procurement (e-GP) and broaden its scope. The project will also help strengthen and digitise public audit.

Gayle Martin, the World Bank’s Interim Country Director for Bangladesh, on Saturday said: “The investment will leverage digitisation of business processes to help improve transparency and reduce corruption, by supporting Bangladesh in modernising public institutions capable of serving an emerging economy.”

Advertisement

This project will help improve the quality and accessibility of public services and thus enhance public trust in government institutions, she added.

According to the statement, the Bangladesh government and the WB are also preparing a development policy credit scheduled for the bank’s board discussion later this month.

Such credit is expected to support transparency and accountability in domestic revenue mobilisation, the banking sector, data production and dissemination.

Souleymane Coulibaly, World Bank Lead Country Economist and Task Team Leader for the project, said: “This project and the proposed development policy credit would be complementary and provide the government both the necessary hardware and software for improving public financial management and public service delivery.”

Advertisement
Continue Reading

Bangladesh

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

Published

on

Reading Time: < 1 minute

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

আজু মঙ্গলবার (৭ জানুয়ারি) ২০২৫ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

তিনি আরও বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

Advertisement

Continue Reading

Bangladesh

এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি

Published

on

Reading Time: 2 minutes

অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি নেতারা মনে করেন; অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনও নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

গত ৬ জানুয়ারি ঢাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। তবে ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে।

এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে আরো বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের এ ধরনের অভিপ্রায় থাকতে পারে। তাদের অভিমত, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর বিগত ১৬ বছরের লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে নতুন কর্মসূচি হাতে নেবে দলটি।

Advertisement

ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকান নির্বাচন প্রাধান্য পাচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার গঠিত এ সংক্রান্ত সংস্কার কমিশনের যে বক্তব্য গণমাধ্যমে এসেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। এ ধরনের কোনো নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছি। অন্য কোনো নির্বাচনের ভাবনা এখন আমাদের মধ্যে নেই।

বৈঠকে নেতাদের কেউ কেউ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সরকারি সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই দলকে সংগঠিত করা এবং সারাদেশে এর কার্যক্রম বিস্তৃত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। সেজন্য তারা  দ্রুত নির্বাচন চায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ নিয়েও আলোচনা হয়েছে। তারা মনে করেন, এই ঘোষণাপত্রে তাদের বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। কারণ হঠাৎ করে শেখ হাসিনা সরকারের পতন হয়নি। গত ১৬ বছর সরকার পতনের ক্ষেত্র তৈরি হয়েছিল। এসময় বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন, বিচার-বহির্ভূত হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। সুতরাং এই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়।

দলীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসলে বিএনপি এ বিষয়ে তাদের অবস্থান জানাবে। এছাড়া বিএনপি তাদের ১৬ বছরের আন্দোলন ও ত্যাগের বিষয়ে জনগণকে স্মরণ করিয়ে দিতে কর্মশালা ও সমাবেশ করবে।

Advertisement

Continue Reading

Trending

Editor : Jashim Uddin ; Publisher: Rafiqul Alam Address: Bengal Centre (6th floor), 28 Topkhana Road, Dhaka-1000, Bangladesh Ph :+8802-7124586 e-mail:dailyfrontlinebd@gmail.com Copyright © 2020 Daily Frontline. Bangladesh Independent Daily.